সিটিজেন চার্টার
১। ইউনিয়ন,উপজেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান।
২। পললী অঞ্চলে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা প্রনয়নে,সদর দপ্তরকে সহযোগীতা করা।
৩। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায় সহযোগীতা সহ নির্বাহী প্রকৌশলীর দপ্তরকে সহযোগীতা করা।
৪। বিভিন্ন মন্ত্রনালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসূচী বাসতবায়নে মাঠ পর্য্যায়ে সরে জমিনে কাজ তদারকি করন ও বিল
প্রনয়ন করন।
৫। ইউনিয়ন,উপজেলা ও পৌরসভা পলান বুক,ম্যাপিং ও সড়ক এবং সমাজিক অবকাঠামোর ডাটাবেজ প্রসততে
সহযোগীতা করন।
৬। ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল,ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রনয়নে সহযোগীতা করন।
৭। জনপ্রতিনিধি ঠিকাদার,চুক্তিবদ্ধ শ্রমিক দল ও উপকার ভোগীদের সংশিলষ্ট উন্নয়ন কর্মকান্ডে প্রশিক্ষণ প্রদানের
সহযোগীতার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন।
৮। গ্রোথ সেন্টার/হাট বাজার উন্নয়নের পরিকল্পনা প্রনয়নে সহযোগীতা করন সহ বাসতবায়নে নির্বাহী প্রকৌশলী দপ্তরকে
সহযোগীতা করন।
৯। পললী অবকাঠামো রক্ষনাবেক্ষণ।
১০। উপজেলা পরিষদের আওতাভূক্ত এডিপি,কাবিটা সহ জনস্বার্থে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব
পালন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস